আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম। এর ফলে বিচার কাজ আবার শুরু হওয়ার পথে বাধা কাটল
রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন এর মৃত্যুজনিত কারণে আন্তর্জাতিক অপরাধ আইন (ট্রাইব্যুনাল) ১৯৭৩ এর ধারা ৬ (৪) এর বিধান অনুযায়ী সরকার উদস্য পদটি শূন্য ঘোষণাসহ পদটিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে, এম, হাফিজুল আলম-কে নিয়োগ দেয়।
বিচারক কে এম হাফিজুল আলম ২০০২ সালের ২৯ জানুয়ারি জেলা জজ আদালতে, ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালের ২৯ মার্চ আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর তার পদ স্থায়ী হয়।
চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের সদস্য ছিলেন বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।
এরমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন গত ২৪ আগস্ট মারা যান। এরপর পদটি খালি হয়ে যায়।
ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তিন জন বিচারক যুক্ত না থাকায় দীর্ঘ দিন ধরে বিচার কাজ বন্ধ ছিল।