সংঘাত নয়, সম্প্রীতির ব্রাহ্মণবাড়িয়ার কথা বললেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজিদুর রহমান।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কখনোই সংঘাত চাই না। সংঘাত হবে এমন কোনো কথাও আমরা বলি না।’
জেলা পুলিশ লাইনস সংলগ্ন জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসায় এ সংবাদ সম্মেলন হয়। আসন্ন ১২ রবিউল আউয়াল মহানবী (সা.) এর জন্মদিনে জশনে জুলুস-এর আয়োজন বন্ধের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি মোবারকউল্লাহ। বক্তব্য রাখেন শায়েখ সাজিদুর রহমান।
এ দুজন যথাক্রমে হেফাজত ইসলামের মহাসচিব ও আমির। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা তাজ মো. ইয়াছিন, মুফতি আলী আজম, মুফতি এনামুল হাসান উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, মহানবী (স.) এর জন্মভূমি মক্কা ও মদিনাসহ সৌদি আরবে জশনে জুলুস পালন করা হয় না। মুসলমানদের ঈমান আক্বিদাহ্ নষ্ট করার উদ্দেশ্যে এই জশনে জুলুস পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে।
জশনে জুলুসের নামে কেউ যেন আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।