বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দেবী’ ফিরলেন দেবালয়ে

  •    
  • ১৫ অক্টোবর, ২০২১ ১৭:৩১

শুক্রবার দুপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের বিদায়ের সুর বেজে ওঠে, যার সূচনা হয়েছিল গেল সোমবার। হিন্দু পঞ্জিকা মতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন, গেলেন দোলায় (পালকি) চড়ে। 

সাঙ্গ হলো বাঙালি হিন্দুর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিসর্জনের মধ্যে দিয়ে ‘দেবালয়ে’ ফিরে গেলেন দেবী দুর্গা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে যান কৈলাসে স্বামীর ঘরে। এক বছর পর আবার তিনি আসবেন মর্তে ‘পিতৃগৃহে’।

শুক্রবার দুপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের বিদায়ের সুর বেজে ওঠে, যার সূচনা হয়েছিল গেল সোমবার।

হিন্দু পঞ্জিকা মতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন, গেলেন দোলায় (পালকি) চড়ে।

রাজশাহী নগরীর মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার দুপুরে পদ্মা নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জন।

বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশানের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মুন্নজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুপুরের পর সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে প্রতিমা নিয়ে। প্রতিমা বিসর্জনকে ঘিরে বিপুল সংখ্যক নারী পুরুষের সমাগম হয় এখানে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রতিমা বিসর্জনকে সামনে রেখে পদ্মা নদীর ধারে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। সাদা পোশাকেও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শেষ করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিমা নিয়ে যাবার সময় রাস্তায় যাতে যানজট তৈরি না হয় সেজন্য ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী নগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ জানান, ‘শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। শহরের অধিকাংশ প্রতিমা এখানে বিসর্র্জন হবে।’

নগর পুলিশের তথ্য মতে, এবারে রাজশাহীতে মোট ৪৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরীতে ৯৩টি এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে মণ্ডপ ছিল ৩৬০টি।

এ বিভাগের আরো খবর