সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গত ৭ অক্টোবরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
নিউজবাংলার প্রতিবেদকের সঙ্গে শুক্রবার আলাপকালে তিনি এ কথা বলেন।
চলতি মাস থেকেই বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের আবাসিক হল খুলে দেয়াসহ সশরীরে পরীক্ষা ও ক্লাস নেয়াও শুরু করেছে।
এ বিষয়ে জবি উপাচার্য বলেন, ‘যেহেতু ৭ অক্টোবর থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হচ্ছে, তাই তখন থেকেই বিশ্ববিদ্যালয় খুলে গেছে। বিশ্ববিদ্যালয় খুলে দিয়েই তো পরীক্ষা নেয়া হচ্ছে। যদিও পরীক্ষা অনলাইন, অফলাইন দুইভাবেই নেয়া হচ্ছে। তবে ফিজিক্যালি পরীক্ষা তো বিশ্ববিদ্যালয় খোলার পরই নেয়া হচ্ছে।’
শিক্ষকরা আসছে, ছাত্র-ছাত্রীরা আসছে, অফিস খোলা এবং শিক্ষার্থীদের ব্যাবহারিক ক্লাসের বিষয়ে উপাচার্য বলেন, ‘যে প্র্যাকটিক্যালগুলো বাকি ছিল, এখন আমরা সেগুলো নিয়ে ভাবছি। এখন ক্লাস নেই, পরীক্ষা চলছে। বাকি প্র্যাকটিক্যালগুলো পরের সপ্তাহ থেকে শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে, প্রয়োজনে গ্রুপ অনুযায়ী প্র্যাকটিক্যাল করানো হবে। যেন কোনো সমাগম না হয়।’
একই কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদও। দুই সেমিস্টারের পরীক্ষা শেষ করার পর সশরীরে ক্লাস শুরুর কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি।
নিউজবাংলাকে জবি কোষাধ্যক্ষ বলেন, ‘৭ তারিখ থেকে ক্লাস না হলেও আমরা সশরীরে পরীক্ষা নিচ্ছি, তাহলে তো বিশ্ববিদ্যালয় খুলেই দেয়া হয়েছে। পরীক্ষার দিকেই এখন আমাদের প্রাধান্য থাকবে। আটকে থাকা পরীক্ষা শেষ করার পর আমরা ক্লাস শুরু করব। এখন সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর।
এদিকে সশরীরে পরীক্ষা শুরুর পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। প্রতিদিন তাদের পদচারণে মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় মেসে থাকা শিক্ষার্থীরাই বেশি উপস্থিত হচ্ছেন ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও রয়েছে কড়া নির্দেশনা। অনেক বিভাগ শিক্ষক ও শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগেই ক্লাস নেয়া শুরুও করেছে।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের দ্রুত টিকা নিশ্চিতে কাজ করছে তারা। ক্যাম্পাসেই স্থাপন করা হচ্ছে ১২টি টিকা কেন্দ্র। ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা কেন্দ্র উদ্বোধন করা হবে। ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকাদান চলবে। ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে আলাদা বুথ। টিকা গ্রহণের পর পর্যবেক্ষণের জন্য আলাদা রুমের ব্যবস্থাও থাকবে।