বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিঁদুররাঙা মুখে দেবীকে বিদায়ের প্রস্তুতি

  •    
  • ১৫ অক্টোবর, ২০২১ ১২:২৭

ভক্তরা একে অপরের মুখে মেখে দিচ্ছে লাল সিঁদুর। দেবীর বিদায়বেলায় কষ্ট ভুলে হাসিমুখে বিদায় জানানোর জন্য তারা মেতেছে এ খেলায়।

বিজয়া দশমীর দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। বিসর্জনের মধ্য দিয়ে দেবী আবার মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে যাবেন। বিদায়ের এ সময়ে মাকে হাসিমুখে বিদায় জানাতে সিঁদুর খেলে রঙিন মুখে চলছে বিদায়ের প্রস্তুতি।

ভক্তরা একে অপরের মুখে মেখে দিচ্ছে লাল সিঁদুর। দেবীর বিদায়বেলায় কষ্ট ভুলে হাসিমুখে বিদায় জানানোর জন্য তারা মেতেছে এ খেলায়।

সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীদের সিঁদুর গুরুত্বপূর্ণ অংশ। তারা দেবী দুর্গার পায়ে সিঁদুর লাগিয়ে স্বামীর মঙ্গলও কামনা করেন, যেন সারাটা বছর সবাই আনন্দে থাকতে পারেন।

শুধু বিবাহিত নারীর মধ্যে এই সিঁদুর খেলা সীমাবদ্ধ থাকে না; অবিবাহিত নারীরাও রঙিন হন লাল সিঁদুরে।

নারীদের পরনে লাল পাড়ওয়ালা সাদা শাড়ি। দেবীকে সিঁদুর ছোঁয়াতে মন্দিরগুলোতে দীর্ঘ লাইন।

বাদ্যের তালে তালে নেচে-গেয়ে এরই মধ্যে শুরু হয়েছে দুর্গার বিদায় প্রস্তুতি। বিকেলে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের।

এ বিভাগের আরো খবর