বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাসিরনগরের অভিযুক্ত দুই প্রার্থীকে বাদ দিল আওয়ামী লীগ

  •    
  • ১৫ অক্টোবর, ২০২১ ০২:২৫

নাসিরনগরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত দুই আসামি দেওয়ান আতিকুর রহমান ও আবুল হাসেম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন হারিয়েছেন। সদরে আবুল হাসেমের পরিবর্তে পুতুল রানী বিশ্বাস ও হরিপুরে আতিকুরের পরিবর্তে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত দুই আসামির ইউপি চেয়ারম্যান প্রার্থিতার মনোনয়ন বাতিল করেছে আওয়ামী লীগ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান পদে মঙ্গলবার ঢাকা থেকে তাদের মনোনয়ন দেয়া হয়েছিল। চার্জশিটভুক্ত দুই আসামির মনোনয়ন বুধবার রাতেই বাতিল করা হয়। আমরা মনোনয়ন বাতিলের চিঠি হাতে পেয়েছি।’

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাসিরনগর উপজেলার সদর ও হরিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছিল দেওয়ান আতিকুর রহমান ও আবুল হাসেমকে।

দলীয় সূত্র জানায়, সদরে আবুল হাসেমের পরিবর্তে পুতুল রানী বিশ্বাস ও হরিপুরে আতিকুরের পরিবর্তে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।

অভিযুক্ত আতিকুর রহমান উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের নেতা। তিনি ২০১৬ সালে নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় নেতৃত্ব দেন বলে অভিযোগ আছে।

একই ঘটনায় অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আবুল হাসেম। তিনি প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের ভাগনে। হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল জেলা আওয়ামী লীগ।

নাসিরনগরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত দুই আসামির মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা হয়। এ অবস্থায় এক দিনের ব্যবধানে মনোনয়ন পরিবর্তন করেছে আওয়ামী লীগ।

২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জেরে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুর হয়।২০১৭ সালের ১১ ডিসেম্বর পুলিশের দেয়া অভিযোগপত্রে আসামি রয়েছেন আতিকুর রহমান, আবুল হাসেমসহ ২২৮ জন।

এ বিভাগের আরো খবর