জামালপুরের সরিষাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ি পৌরসভার বলারদিয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে পূজা রাণী ও তার দাদি সুমতি রাণী ।
স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যায় পূজা রাণী। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে বাতাসে বিদ্যুতের লাইনের খুঁটি ভেঙে পড়ে। এতে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
তারা জানান, দাদি সুমতি রাণী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দুজনেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি বেগম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের মধ্যেই একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতনির মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত দুজনের শেষকৃত্যের আয়োজন করেছে পরিবার।’