খুলনার কয়রা উপজেলায় একটি মন্দিরের গেটে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্যান্ডেলের কিছু অংশ পুড়ে গেছে।
কয়রার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের বিপরীতে শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দিরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কয়রা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘মন্দিরের গেটে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। এতে মন্দিরের গেটের কাপড়ের অংশবিশেষ পুড়ে যায়। কেউ হতাহত বা অন্য ক্ষয়ক্ষতি হয়নি।’
স্থানীয় লোকজন জানান, রাস্তার পাশে মন্দিরটিতে কে বা কারা পেট্রোল বোমা মেরেছে তা দেখেননি কেউ। সনাতন ধর্মের অনুসারী ছাড়াও ভেতরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন ছিল। তখন রাস্তা ফাঁকা ছিল। প্যান্ডেলে আগুন দেখে উপস্থিত সকলে সেটি দ্রুত নিভিয়ে ফেলেন। গেটের পাশে একটি বোতল পড়ে থাকতে দেখা যায়। হাতে তৈরি পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা আলামত উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মন্দিরটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় র্যাব-পুলিশের টহল বাড়ানো হয়েছে।