বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরের মেঝে থেকে উদ্ধার বৃদ্ধের মরদেহ

  •    
  • ১৫ অক্টোবর, ২০২১ ০১:২৭

পরিদর্শক চাঁদ মিয়া বলেন, ‘ওই বৃদ্ধ টিনের চালা ঘরে একা থাকতেন। নিখোঁজের পর থেকে তালা দেয়া ঘরে প্রয়োজন না থাকায় কেউ ঢোকেননি। বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা দেয়া ঘর থেকে থালাবাসন আনতে যান। তালা ভেঙে ঘরে ঢুকতেই মেঝেতে মাটিচাপা দেয়া মরদেহ আছে বুঝতে পারেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন।’

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের চার দিন পর ঘরের মেঝেতে মাটিচাপা দেয়া অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম আব্দুর রশীদ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘রোববার দুপুর ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে নিজের ঘরের দরজায় তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি তিনি। এ অবস্থায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।’

পরিদর্শক চাঁদ মিয়া বলেন, ‘ওই বৃদ্ধ টিনের চালা ঘরে একা থাকতেন। নিখোঁজের পর থেকে তালা দেয়া ঘরে প্রয়োজন না থাকায় কেউ ঢোকেননি। বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা দেয়া ঘর থেকে থালাবাসন আনতে যান।

‘তালা ভেঙে ঘরে ঢুকতেই মেঝেতে মাটিচাপা দেয়া মরদেহ আছে বুঝতে পারেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন।’

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘উদ্ধারের সময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর