নারায়ণগঞ্জের চাষাড়ায় গির্জার পাশে ফুটপাতে বসা নিয়ে ছুরিকাঘাতে জুবায়ের আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাষাড়ায় গির্জা সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দোকান বসানোকে কেন্দ্র করে তার পাশের দোকানদার স্বপনের সঙ্গে তর্ক হয় জুবায়ের। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন স্বপন। পেটে এবং ডান হাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
জুবায়ের মা মুক্তা বেগম বলেন, ‘আমার ছেলে দুপুর আড়াইটার দিকে খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়। সে জুতার ব্যবসা করে পাশের দোকানদার স্বপন ব্যাগের ব্যবসা করে। বিকেলে দোকানে মালামাল গোছানোর সময় জুবায়ের স্বপনকে বলে, তুই অনেকগুলা জায়গা নিছস, একটু চাপাইয়া দে।
‘এ নিয়ে স্বপনের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আমার জুবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে।’
মুক্তা বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদরের উত্তর মাসদাইরে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নারায়ণগঞ্জ সদর থানাকে জানানো হয়েছে।’