বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিতর্কিত প্রার্থীদের বাদ দিচ্ছে আ.লীগ

  •    
  • ১৪ অক্টোবর, ২০২১ ২২:০৯

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ থেকে শিবিরের কেউ মনোনয়ন পেয়েছে, এ ধরনের বিষয় আমি বিশ্বাস করি না।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকায় একের পর এক বিতর্কিতদের নাম উঠে আসছে। এ বিষয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, অভিযোগ খতিয়ে দেখে সংশোধনের জন্য বিবেচনায় রাখা হবে।

এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে জামায়াতের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নেতার পদ পাওয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় অভিযোগপত্রভুক্ত আসামি এবং স্বাধীনতাবিরোধী নেতার মেয়ে থেকে শুরু করে বিএনপি নেতারা রয়েছেন, এমন বেশ কিছু অভিযোগ উঠে এসেছে।

এসব বিষয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, যে মনোনয়নগুলো চূড়ান্ত করা হয়েছে, এর মধ্য থেকে বেশ কিছু সংশোধনও করা হচ্ছে।

বিতর্কিতদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে, জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ নিউজবাংলাকে বলেন, ‘বিতর্কিতদের বিষয়ে যেসব অভিযোগ রয়েছে, সেটি সংশোধনের জন্য বিবেচনায় রাখা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন নিয়ে যেসব অভিযোগ, সেগুলো যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে প্রয়োজনে সংশোধন করা হবে।’

নাসিরনগরে হামলায় অভিযুক্ত তিন আসামি নৌকার প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজন। তারা সবাই অভিযোগপত্রভুক্ত আসামি।

বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও সমালোচনা করছেন। এ ছাড়া মন্দির ভাঙচুর মামলার আসামি দলীয় মনোনয়ন পাওয়ায় অস্বস্তিতে পড়েছেন তারা।

মনোনয়ন পাওয়া যে তিন প্রার্থীকে নিয়ে আলোচনা চলছে তারা হলেন আবুল হাসেম, আক্তার মিয়া ও দেওয়ান আতিকুর রহমান আঁখি। এর মধ্যে সদরে হাসেম, পূর্বভাগে আক্তার এবং হরিপুর ইউনিয়ন থেকে আতিকুর প্রার্থী হয়েছেন।

মঙ্গলবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

তবে এ বিষয়ে কোনো অস্বস্তি দেখা যায়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে।

নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় অভিযুক্তদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘অভিযোগ তো এখনও প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণিত হলে ভিন্ন বিষয় হতো। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না।’

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত হলেই ঘটনা সত্য তা নয়।’

শিবিরের সেক্রেটারি নৌকার মাঝি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ওই উপজেলার জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। তার নাম ইকবাল হোসেন ইমাদ। এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে ২০০৯ ও ২০১০ সালে ইসলামী ছাত্রশিবিরের কোম্পানীগঞ্জ উপজেলা শাখা যে পুস্তিকা বের করেছে, সেখানে ইমাদের নাম আছে।

বইয়ে শিবিরের উপজেলা সেক্রেটারির তালিকা দেয়া আছে। সেখানে দেখা যায়, ২০০৭ সালে তিনি এই উপজেলা শিবিরের দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। ২০১৮ সালেও ইমাদ শিবিরকে ৫০০ টাকা ইয়াতন বা চাঁদা দিয়েছেন। ওই চাঁদার রসিদও পেয়েছে নিউজবাংলা।

ইমাদ এখন কোম্পানীগঞ্জের মনোনীত প্রার্থী। শিবিরের সাবেক নেতা হওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে নৌকা প্রতীক দেয়া নিয়ে উপজেলা আওয়ামী লীগে চলছে ব্যাপক সমালোচনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আমরা বলেই দিয়েছি, এমন কোনো অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হলে সেটি সংশোধন করা হবে। অতীতেও এমন ঘটনার সংশোধন করা হয়েছে।’

তবে সিলেটের কোম্পানীগঞ্জের ইকবাল হোসেন ইমাদের শিবিরের সম্পৃক্ততার বিষয়ে জানার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ থেকে শিবিরের কেউ মনোনয়ন পেয়েছে, এ ধরনের বিষয় আমি বিশ্বাস করি না।’

স্বাধীনতাবিরোধী নেতার মেয়েকে নৌকা

বাবা ছিলেন স্বাধীনতাবিরোধী শান্তি কমিটির সদস্য। তার মেয়ের হাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মার্কা নৌকা তুলে দিয়েছে আওয়ামী লীগ।

জেলার মিরপুর উপজেলার ৯ নম্বর পোড়াদহ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে শারমিন আক্তার নাসরিনকে। তিনি মিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে পোড়াদহ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তাকে মনোনয়ন দেয়ার পর নাসরিনের বাবার পরিচয় সামনে এনে সমালোচনা করছেন আওয়ামী লীগেরই একাংশের নেতারা। তারা এ মনোনয়ন বাতিল করার দাবি ‍তুলেছেন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৯ নম্বর পোড়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শারমিন আক্তার নাসরিন। ছবি: নিউজবাংলা

তবে নাসরিন বলছেন, স্বাধীনতার সময় তার জন্ম হয়নি। তার বাবার যে পরিচয় বিরোধীরা তুলে ধরছে, সে বিষয়ে তার কিছুই জানা নেই।

শারমিনের বাবার নাম আব্দুল গফুর মণ্ডল। ২০১৬ সালে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড স্বাধীনতাবিরোধীদের যে তালিকা করেছিল, তাতে তার নাম আছে শান্তি কমিটির সদস্য হিসেবে। মুক্তিযুদ্ধের পরে তিনি জেল খেটেছেন বলেও উল্লেখ আছে।

শারমিন আক্তারকে দেয়া মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সবেদ। গত ১১ অক্টোবর কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতির বরাবর তিনি লিখিত আবেদনও করেন।

২০১৬ সালের নির্বাচনে শারমিন আক্তার নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিভাগের আরো খবর