মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি শাপলা আবাসিক এলাকায় একটি লেবু বাগানে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।
চট্টগ্রামে আকবর শাহ এলাকা থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাপলা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি শাপলা আবাসিক এলাকায় একটি লেবু বাগানে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।