চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেরার ঘোষবিলা গ্রামের কুমার নদ থেকে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মিল্টন আলীর বাড়ি ওই এলাকাতেই। তিনি ইটভাটা কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মিল্টন গোসল করে সকালের খাবার খাবেন বলে জানান তার মা গননেছা খাতুনকে। পরে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যান তিনি। বাড়ি আসতে দেরি করায় বাড়ির মানুষ তাকে খোঁজাখুঁজি শুরু করে।
নদের পাশে তার লুঙ্গি, গামছা, স্যান্ডেল ও শ্যামপু পড়ে থাকতে দেখে লোকজন। স্থানীয়রা নদে খোঁজার একপর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।
ওসি সাইফুল আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।