নাটোরে তিন পাখি শিকারীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এ ছাড়া মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে দুইজনকে।
শিকারীদের কাছ থেকে উদ্ধার ২০টি বক অবমুক্ত করা হয়েছে। নষ্ট করা হয়েছে পাখি ধরার ফাঁদ।
সিংড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় ওই পাঁচ শিকারীকে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চলনবিলের কলিগ্রাম ও শালিখা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সিংড়া উপজেলার কলিগ্রামের মজিবুর রহমান, শালিখা গ্রামের সোলেমান হোসেন, কামরুল ইসলাম, নয়ন হোসেন ও নুর-এ-আলম।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, বৃহস্পতিবার ভোরে চলনবিলের কলিগ্রাম ও শালিখা এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০টি বক। জব্দ করা হয় কলা ও খেজুরপাতার তৈরি ফাঁদঘর।
তিনি আরও বলেন, পাখিগুলো মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়েছে। নষ্ট করা হয়েছে পাখি ধরার ফাঁদ।
এ সময় রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।