বরিশালের হিজলায় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটকের কথা জানিয়েছে কোস্ট গার্ড।
নিউজবাংলাকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা তাহসিন রহমান।
তিনি বলেন, হিজলা উপজেলার মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে গতকাল রাতে ডাকাতদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকরে গতকাল রাতে মেঘনা নদীতে টহলে যান বাহিনীর সদস্যরা। টহলদল খালিশপুর এলাকা থেকে হিজলায় যাওয়ার পথে নৌকায় করে হানা দেয় ডাকাতরা।
এ সময় টহলদল ১০ ডাকাতকে আটক করে এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ৪টি দেশীয় রামদা, ২টি দেশীয় দা, ৭টি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট জব্দ করে। পরে জব্দ মালপত্রসহ আটক ব্যক্তিদের হিজলা থানায় হস্তান্তর করা হয়।