রাজধানীর মিরপুরের কালশী এলাকায় নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
এর আগে বন্দরনগরী চট্টগ্রামে নালায় পড়ে একজন নিখোঁজ হন, মারা যান একজন।
এর মধ্যে শহরের মুরাদপুরে ২৫ আগস্ট ছালেহ আহমেদ নামের এক সবজি ব্যবসায়ী নিখোঁজ হন। তার আর হদিস পাওয়া যায়নি। ২৮ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে শেহরীন মাহমুদ সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনার দুই সপ্তাহ না যেতেই রাজধানীতে নালায় পড়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান নিউজবাংলাকে বলেন, ‘সকাল ৯টার দিকে এক পথচারী ফায়ার সার্ভিসকে ফোন করে ওই ব্যক্তির ড্রেনে পড়ে যাওয়ার খবর দেন। পথচারী জানান, মাঝবয়সী এক ব্যক্তিকে তিনি ড্রেনে পড়ে ভেসে যেতে দেখেন। এরপরই ফায়ার সার্ভিসের টিম গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিঁখোজ ব্যক্তিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’