ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
উপজেলার গান্নাবাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫০ বছর বয়সী ফজলু মোল্লার বাড়ি কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে।
আহতরা হলেন নজু মণ্ডল, মতিয়ার মোল্লা, নুর নবি ও জিল্লর রহমান।
স্থানীয় ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রাম থেকে কয়েকজন দিনমজুর আলমসাধুতে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গান্নাবাজারে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আর এ পরিবহনের একটি বাস পেছন থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় আহত চারজনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমিজ উদ্দিন তপু বলেন, সকালে দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নজু মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।