মানিকগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে।
জেলা কর্ণেল মালেক মেডিক্যাল হাসপাতালে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন লুৎফর রহমান।
তিনি জানান, মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন এবং সরকারি এসকে বালিকা বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে।
লুৎফর রহমান বলেন, ‘টিকা দেয়ার পর শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখা হবে কারও কোনো সমস্যা হয় কি না দেখার জন্য। তবে আশা করছি কোনো সমস্যা হবে না।’
তাদের জন্য হাসপাতালের শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।