যশোরে এক নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খলিলুর রহমান নামের এক ব্যক্তি বুধবার সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগে তার মেয়ে শিরিনকে হত্যার কথা জানান।
অভিযোগপত্রে বলা হয়, যশোর সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এলাকার জুয়েল সরদার প্রথম স্ত্রী পলি খাতুনের মৃত্যুর আড়াই বছর পর পলির ফুফাত বোন শিরিনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয়ে কলহ হতো।
এর জেরে মঙ্গলবার দুপুরে শিরিনের গায়ে পেট্রোল ঢেলে জুয়েল আগুন ধরিয়ে দেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে জুয়েল তাদের সহায়তায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে দুপুরেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রাতে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। এরপর থেকে আর জুয়েলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আলম বলেন, ‘শিরিনের বাবার অভিযোগের পর জুয়েলের বাবা পাল্টা অভিযোগ করে বলেন, তাদের ফাঁসাতে এ ধরনের দাবি করা হয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’