মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৫টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে পুলিশ ও প্রশাসন।
শিবচরের কাঁঠালবাড়ী, চরজানাজাত, বন্দরখোলা এলাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, পদ্মা নদীর ওই এলাকায় জেলেরা মাছ ধরে অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করছেন- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। সেখানে এই কারেন্ট জালগুলো ৫টি ট্রলারে পাওয়া যায়।
সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানান ইউএনও।
সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা পালন নিশ্চিতে সেদিন থেকেই বিভিন্ন জেলায় চলছে অভিযান।
ইউএনও জানান, গত ৪ আগস্ট থেকে এ পর্যন্ত অভিযানে ১৫৪ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩৬ জনের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযানে মোট ২৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।