তিন বছরের সাজা ঘোষণার পর ১৭ বছর পালিয়ে থেকে অবশেষে ধরা পড়েছেন এক ব্যক্তি।
ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে বুধবার বেলা দেড়টার দিকে শফিকুল ইসলাম নামের ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০৪ সালে আদালত প্রতারণা মামলায় শফিকুলকে তিন বছরের সাজা দেয়। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
এ রায় ঘোষণার পরই শফিকুল আত্মগোপন করেন। নানা জায়গায় অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যায়নি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি শহিদুল বলেন, ‘তিনি এতদিন ধরে শ্বশুরবাড়িতেই আত্মগোপনে ছিলেন কি না, তা জানা যায়নি। শফিকুলের নিজের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’