২০২৩ সালের মধ্যে দেশের কারিগরি শিক্ষকদের দক্ষতার লেভেল ৬-এ উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষে ধারাবাহিকতায় মানসম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বুধবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষকদের দক্ষতাভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এমন পরিকল্পনার কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন।
গত ২২ আগস্ট থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টির্চাস ট্রেনিং কলেজ এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ১৬১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণে সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রিসোর্স পার্সনের তত্ত্বাবধায়নে হাতেকলমে ব্যবহারিক ক্লাসের আয়োজন করা হয়। এর আগে প্রথম ব্যাচে ২৪৮ জন্য শিক্ষক প্রশিক্ষণ শেষ করেন।