বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নালায় নিখোঁজ সালেহের ছেলেকে চাকরি দিলেন মেয়র রেজাউল

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ১৭:৫৪

মেয়র রেজাউল করিম চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘যেহেতু পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। আমি তাদের পরিবারের ভরণপোষণের জন্য ছেলেটাকে একটা চাকরি দেয়ার কথা বলেছিলাম। এখন সেটার ব্যবস্থা হয়েছে।’

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ সেই সবজি ব্যবসায়ীর ছেলে চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি পেয়েছে।

নিউজবাংলাকে বুধবার বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি বলেন, মেয়রের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সবজি ব্যবসায়ী সালেহ আহমেদের ছেলে ছাদেকুল্লাহ মাহিনকে চাকরি দেয়া হয়েছে।

ছাদেকুল্লাহ মাহিন বলেন, ‘সোমবার ফোন করে আমাকে সিটি করপোরেশন কার্যালয়ে যেতে বলা হয়েছিল। তাই মঙ্গলবার সকালে কার্যালয়ে গিয়ে দেখা করি। এদিন নতুন করে আবার সিভি (জীবন বৃত্তান্ত) জমা নেন তারা। এর আগেও একবার সিভি নিয়েছিল। তারা পরদিন (বুধবার) থেকে কাজে যোগ দিতে বলেছিল। কিন্তু আমি কিছুটা অসুস্থ হওয়ায় ১ তারিখ থেকে যোগ দেব বলেছি।’

তিনি আরও বলেন, ‘তবে এখনও নিয়োগপত্র পাই নি। কাজে যোগ দেয়ার আগের দিন নিয়োগপত্র দেয়ার কথা। তাই এই মাসের শেষের দিকে নিয়োগপত্র পাব হয়ত।’

চাকরি কোন সেক্টরে জানতে চাইলে তিনি জানান, ‘চাকরি কোথায় তা বিস্তারিত জানিনা এখনও। তবে কোনো এক ফিলিং স্টেশনে বলে শুনেছি। আর আমার যে পড়াশোনা চলছে সেটাও বলেছি তাদের। তারা পড়াশোনার সুযোগ দেয়ার কথা জানিয়েছেন। দেখা যাক কী হয়।’

জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘সালেহ আহমেদ নিখোঁজ হওয়ার পর ২৭ আগস্ট তাদের বাড়িতে গিয়েছিলেন মেয়র মহোদয়। সে সময় তিনি পরিবারের ভরণপোষণের জন্য মাহিনকে করপোরেশনে চাকরি দেয়ার কথা বলেন। মেয়েরের কথা অনুযায়ী মাহিনকে চাকরি দেয়া হয়েছে। তার কর্মস্থল নগরীর দামপাড়ায় অবস্থিত করপোরেশনের ফিলিং স্টেশন। আগামী ১ নভেম্বরের মধ্যে তাকে কাজ যোগ দিতে বলা হয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘যেহেতু পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। আমি তাদের পরিবারের ভরণপোষণের জন্য ছেলেটাকে একটা চাকরি দেয়ার কথা বলেছিলাম। এখন সেটার ব্যবস্থা হয়েছে। এটা নিয়ে তো খুব বেশি কিছু বলার বা আলোচনা করার কিছু নেই। আর পড়াশোনার বিষয়টা তার ব্যক্তিগত। শহরে অনেকেই কাজ করে পড়াশোনা করতেছে। যদি সে মনে করে পড়াশোনা চালিয়ে যাবে। তাহলে কাজের ফাঁকে চালিয়ে যেতে পারবে।’

এর আগে ২৫ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এর প্রায় দেড়মাস পেরিয়ে গেলেও এখনও তার খোঁজ মেলেনি।

এ বিভাগের আরো খবর