বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাস্তের আঘাতে গৃহবধূর মৃত্যু, আটক স্বামী

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ১৭:২৮

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফতেখারুল জানান, গৃহবধূর বাম হাতের রগ কেটে গিয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। কিন্তু রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উপজেলার ডাঙ্গীপাড়ার কামাত গ্রামের নিজ বাসা থেকে বুধবার বেলা আড়াইটার দিকে মো. হাসানকে আটক করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, কথা-কাটাকাটির সময় একটি কাস্তে নিয়ে স্বামী হাসানের সঙ্গে কফুরা বেগমের ধস্তাধস্তি হয়। এ সময় স্ত্রী কফুরার বাম হাতে আঘাত লাগে। এতে রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে হরিপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফতেখারুল জানান, গৃহবধূর বাম হাতের রগ কেটে গিয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। কিন্তু রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়।

ওসি তাজুল ইসলাম জানান, পুলিশ পাঠিয়ে ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর