সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে আমিন। এমন ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর।’
ফরিদপুরের বোয়ালমারীতে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সাতৈর ইউনিয়নের রূপদিয়া গ্রামে বুধবার দুপুর ১২টার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে।
মৃত মমতা হেনা গ্রামের নছিমনচালক আমিন শেখের একমাত্র মেয়ে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মমতা বাড়ির পাশের ডোবায় সকাল থেকে বেলা সাড়ে ১১টার কোনো একসময় পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির ডোবায় মেয়েটি দেখে তুলে আনেন। কিন্তু ততক্ষণে আর বেঁচে ছিল না মমতা।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে আমিন। এমন ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর।’