চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাতিসহ একাধিক মামলার আসামি আলমগীর।
বাঁশখালীর গণ্ডামারা গ্রামে বুধবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটেছে বলে র্যাব জানিয়েছে।
নিহত মো. আলমগীরের বাড়ি বাঁশখালীতেই।
র্যাব চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবসার জানান, তাদের একটি দল গণ্ডামারা এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎই তাদের লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষায় র্যাব সদস্যরাও গুলি ছোড়েন।
নুরুল জানান, গোলাগুলি থামার পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিলে পুলিশ মৃত ঘোষণা করেন।
নুরুল আরও জানান, স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে শনাক্ত করেছেন। যেখানে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে সেখান থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা, ১টি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে।
নিহত আলমগীরের নামে বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ৯টি মামলা আছে বলেও জানিয়েছে র্যাব।