টাঙ্গাইল সদরে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার গালা গ্রামে পুকুর থেকে সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করে সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা।
নিহত নারীর নাম পারুল বেগম; স্থানীয়রা জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক আরিফ ফয়সাল।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বেশ কয়েক বছর ধরে পারুলকে গালা বাজারসহ আশেপাশে ঘুরতে দেখেছে সবাই। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মৃগী রোগও ছিল।
আরিফ আরও জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পুকুরপাড়ে ওই নারী বসে ছিলেন। কোনোভাবে পরে গিয়ে ডুবে যান।
ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে তার পরিবারের খোঁজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।