মাদারীপুরের রাজৈর ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার বাবনাতলা এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক সুজন চৌকিদারের বাড়ি উপজেলার বাজিতপুর গ্রামে।
আহত দুইজন হলেন, শাকিল ও রাসেল। তারা দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানের ভেতরে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী একটি ট্রাকের চাকা নষ্ট হওয়ায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় আরেকটি ট্রাক দাড়িঁয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন তার পেছনে থাকা একটি পিকআপ ভ্যান ওই ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুজন মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজৈর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন প্রধান মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা একজনকে মৃত অবস্থায় পিকাআপের মধ্যে আটকা থাকা দেখতে পাই। পরে হাইওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’