রাজধানীর শ্যামলী এলাকায় উত্তরা মোটরসের একটি শাখা প্রতিষ্ঠান ইডেন অটোসের মোটরসাইকেলের শোরুমে ঢুকে কুপিয়ে দুজনকে আহত করে টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান দোকানের মালিক আব্দুল খালেক।
দুর্বৃত্তদের অস্ত্রের কোপে আহত দুজন হলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ওয়াদুদ সজীব ও টেকনিশিয়ান হাসান।
গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
প্রতিষ্ঠানের এক মালিক আব্দুল খালেক বলেন, ‘সন্ধ্যার দিকে ১০-১২ জন ডাকাত সদস্য কোনো কিছু বোঝার আগেই শোরুমে এসে আমার ম্যানেজার ও টেকনিশিয়ানকে কুপিয়ে জখম করে। তাদের দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। তারা এখন চিকিৎসাধীন।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন ৫ থেকে ৬ লাখ টাকার বিক্রি হয়। কত টাকা নিয়েছে এখনই বলতে পারছি না। হিসাব করে দেখতে হবে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, শ্যামলী উত্তরা মােটরসের ডিলারশিপের শোরুম ডাকাতির ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।