ময়মনসিংহের ভালুকায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত গৃহবধূর নাম ফারজানা আক্তার। তিনি কাচিনা গ্রামের বাসিন্দা ইসরাফিলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ফারজানা ও ইসরাফিল স্থানীয় একটি কটন মিলে কাজ করতেন। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে থাকত।
মঙ্গলবার ভোরে ইসরাফিল কাজে চলে যান। দুপুর ১২টার দিকে নিজ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফারজানাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জাহাঙ্গীর আলম আরও জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ময়নাতদন্ত করা হবে। এর প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।