আইপিএল শেষ করে সাকিব আল হাসান জাতীয় দলে যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।
ইতোমধ্যে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আবুধাবিতে আছে। ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে না পারলেও আয়ারল্যান্ড ম্যাচে মাঠে দেখা যেতে পারে সাকিবকে। ১৩ অক্টোবর দিল্লির বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষে দলের সঙ্গে যোগ দিতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বিসিবি পরিচালক আকরাম খান জানান, ‘বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যত বেশি ম্যাচ খেলতে পারবে সেটা তাদের জন্যই ভালো। টি-টোয়েন্টি তিন ঘণ্টার খেলা, ছোট ফরম্যাটের। আমি মনে করি এটি সাকিব ও তার দলের জন্যই ভালো’।
তিনি আরও বলেন, ‘সাকিবের অংশগ্রহণ আমাদের জন্য ভালো। আইপিএল শেষ হলেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সাকিব ও মুস্তাফিজের বিষয়ে আমরা মোটেও চিন্তিত নই।’
রাজস্থানের রয়াল্যাসের বিদায়ে ইতোমধ্যে আইপিএল শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজ।