মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৫১ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষা অভিযানে ৫১ জনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া চারজনকে অর্থদণ্ড দেয়া হয়। অভিযান পরিচালনার সময় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। প্রায় ১০ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় দেয়া হয়।
কমিশনার রকিবুল হাসান বলেন, ‘যেসব জেলে সরকারি আদেশ অমান্য করে নদীতে নেমেছেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে। জেলেদের জেল দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই সব জেলে সরকারি আদেশ মেনে নির্ধারিত সময় পর্যন্ত মাছ ধরা থেকে বিরত থাকুক।’
এ ব্যাপারে মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল চন্দ্র ওঝা বলেন, ‘এ পর্যন্ত ১২১ জন জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। আগামীতে কেউ অপরাধ করলে শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা যদি মা ইলিশ রক্ষা করতে পারি তাহলে সারা বছর ইলিশ খেতে পারব।’