জয়পুরহাটের কালাইয়ে গৃহবধূকে পুকুরে চুবিয়ে শ্বাসরোধে হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার নোহার এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম মঙ্গলবার সকালে ছাদেক আলীকে আসামি করে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে সোমবার রাতে উপজেলার ধুনট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম বিলকিছ বানু।
গ্রেপ্তার ৬২ বছর বয়সী ছাদেক আলী ধুনট গ্রামের বাসিন্দা।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, উপজেলার ধুনট গ্রামে সোমবার রাতে ছাদেক আলী স্ত্রী বিলকিছ বানুর সঙ্গে হাঁটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে বিলকিছকে এলাকার পুকুরে ফেলে পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান ছাদেক।
পুলিশ মঙ্গলবার ভোরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় ছেলে বিল্পব হোসেন বলেন, ‘বাবা প্রায়ই মাকে মারধর করত। বাবা মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’
নিহতের ভাই মঞ্জুরুল আলম বলেন, ‘দাম্পত্য কলহের জেরে আমার বোনকে হত্যা করা হয়েছে। স্বামীর নির্যাতনেই চলে যেতে হলো আমার বোনকে। আমি এর সঠিক বিচার চাই।’
কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, ‘হত্যা মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাদেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’