বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন

  •    
  • ১২ অক্টোবর, ২০২১ ১৬:১০

এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৮ এপ্রিল খান্দুরার সালাম বাজারের কাছে ব্যবসায়ী আবদুল করিমকে কুপিয়ে জখম করেন আসামিরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছে বিচারিক আদালত।

রায়ে আরও ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৮ জনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন। যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের খাদেম আলী, জহিরুল ইসলাম, আলী আহাদ, গেসু মিয়া ও কুদ্দুস মিয়া। তাদের মধ্যে জহিরুল পলাতক।

এই পাঁচ আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পাঁচ বছর কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন খান্দুরা গ্রামের জামাল মিয়া, ছোয়াবা মিয়া, আরজু মিয়া, লোকমান মিয়া ও আছমান মিয়া। তাদের মধ্যে লোকমান পলাতক।

এই আসামিদের ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এক বছর কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন বজরু মিয়া, ইদ্রিস মিয়া ও জাহাঙ্গীর মিয়া। তাদের এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছর কারাদণ্ড দিয়েছে বিচারক।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৮ এপ্রিল খান্দুরার সালাম বাজারের কাছে ব্যবসায়ী আবদুল করিমকে কুপিয়ে জখম করেন আসামিরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের চাচা হাজি আব্দুল হামিদ বাদী হয়ে ২১ জনকে আসামি করে ২০ এপ্রিল মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বীন ইসলাম বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’আসামিপক্ষের আইনজীবী আবিদ উল্লাহ বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

এ বিভাগের আরো খবর