বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিবিতে মুসা বিন শমসের

  •    
  • ১২ অক্টোবর, ২০২১ ১৫:৪২

ডিএমপির গুলশান গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি কার্যালয়ে আসেন মুসা বিন শমসের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কথিত অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দারা।

ডিএমপির গুলশান গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি কার্যালয়ে আসেন মুসা বিন শমসের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে মুসার বিরুদ্ধে। এই অভিযোগেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পরিচয় দিয়ে আসা আব্দুল কাদের চৌধুরী ওরফে কাদের মাঝি ও তার স্ত্রীকে শারমিন চৌধুরী ছোঁয়াকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ, গত ১৪ বছর ধরে প্রতারণা করে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা।

কাদের মাঝিকে গ্রেপ্তারে গিয়ে কিছু নথি দেখে গোয়েন্দা পুলিশের ধারণা, তার সঙ্গে মুসা বিন শমসেরেরও ওঠা বসা রয়েছে। এজন্যই তাকে জিজ্ঞাসাবাদে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে।

মুসা বিন শমসের নিজেকে বড় মাপের অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচয় নিয়ে থাকেন। তাকে নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভিন্ন সময় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে মুসার বিলাসী জীবনযাপন ফলাও করে তুলে ধরা হয়। কোনো কোনো সংবাদমাধ্যমে মুসাকে ‘প্রিন্স মুসা’ হিসেবে উল্লেখ করা হয়।

সুইস ব্যাংকে মুসার ৫১ হাজার কোটি টাকা রয়েছে, একটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর ২০১১ সালে তার সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এই পরিমাণ সম্পদের কোনো হদিস পাওয়া যায়নি।

তবে মুসার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল গাড়ি কেনার অভিযোগ এনে মামলা করে দুদক।

মুসার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করারও অভিযোগ আছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে মুসা বলেছেন, একাত্তরে পাকিস্তান সেনাদের হাতে বন্দি ছিলেন তিনি।

এ বিভাগের আরো খবর