সব ধর্ম নিয়েই বাংলাদেশের সংস্কৃতি গড়ে উঠেছে। তাই সব ধর্মের উৎসবেই সবাই অংশ নিয়ে আনন্দ করতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বলেছেন, শারদীয় দুর্গোৎসবও হিন্দু-মুসলমান সবার জন্যই আনন্দের। এই পূজার সঙ্গে বাঙালি সংস্কৃতি ও আচার-আচরণের সম্পর্ক রয়েছে। এটা একটি সর্বজনীন রূপ লাভ করেছে।
মঙ্গলবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, ‘করোনায় সারা বিশ্ব একটি বিভীষিকাময় সময় পার করছে। আমাদের সতর্কতা মেনে চলতে হবে। আমরা সতর্ক থাকলে করোনার তৃতীয় ঢেউ রোধ করা সম্ভব হবে।’
দুর্গোৎসবে আনন্দের কমতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে মুসলিম সম্প্রদায়ের ঈদের আনন্দেও হিন্দু-মুসলমান সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে সবাই শরিক হন। এটাই আমাদের সংস্কৃতি, এটা আমাদের গৌরব।’
আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশে যে অসাম্প্রদায়িক রাজনীতি চলছে, সে ধারাবাহিকতা আরও পরিশীলিত করতে হবে। আরও শক্তিশালী করতে হবে।
‘এ জন্য প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ চেষ্টা, সহনশীলতা ও সবার প্রতি সহমর্মিতা। ৩০ বছর দেখেছি প্রধানমন্ত্রী দেশে থাকলে পূজায় অংশ নেননি এমন ইতিহাস নেই। করোনার কারণে তিনি দুই বছর থেকে যাচ্ছেন না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের সংস্কৃতি রক্ষায় আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে উন্নত, সমৃদ্ধ আধুনিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।’
তিনি বলেন, ‘দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা থাকবে যে, এ মহামারি থেকে ও সব ধরনের দুর্গতি থেকে আমাদের মুক্ত করবেন। দুর্গতিনাশিনীর আগমনের মধ্য দিয়ে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে সব অনাচার, পাপাচার দূর করবেন।’