নিখোঁজের দুদিন পর এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিস্তা ব্যারেজের ১৩ নম্বর জলকপাটে পড়ে ছিল ৩০ বছরের আজহারুল ইসলামের মরদেহ।
লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে মঙ্গলবার দুপুরে।
আজহারুল ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে।
একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকায় শ্বশুর আলতাফ হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। রোববার দুপুরে দুই শ্যালকসহ তিস্তা নদীর বার্ণির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন।
স্থানীয়রা সেদিন সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরদিন রংপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলের ছয়ঘণ্টা চেষ্টাও বিফল হয়।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় ব্যারেজের ১৩ নম্বর গেটে একটি মরদেহ ভেসে উঠেছে। পরে পুলিশকে জানানো হয় বিষয়টি।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুদিন আগে সে নিখোঁজ হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায়। তিনি বলেন, এলাকাটি হাতিবান্ধ থানার আওতাভুক্ত হওয়ায় সেখানকার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।