পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় যানজট।
বেলা ১১টার দিকেও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তবে বেলা আরও বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কমতে শুরু করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, ফেরিঘাট এলাকায় শতাধিক বাস, দেড় শতাধিক ব্যক্তিগত গাড়ি ও প্রায় হাজার খানেক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের একটি ফেরি মেরামত করা হচ্ছে। আরেকটি ফেরি নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান নিউজবাংলাকে জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি বন্ধ থাকায় ও পূজা উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট হয়েছে।
তিনি বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। আশা করি বিকেলবেলা ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যাত্রীবাহী পরিবহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী ট্রাক পারাপার করা হবে।’
তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ৪৭ দিন বন্ধ থাকার পর ৪ অক্টোবর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলকভাবে চলতে শুরু করে ফেরি। তবে স্রোত আবার বেড়ে যাওয়ায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।