বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষক।
সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছেন তারা। তালিকায় দেশের আরও ১ হাজার ৭৬৭ জন গবেষক রয়েছেন।
তালিকায় জবির গবেষকদের মধ্যে ১ম ও দেশের মধ্যে ১৭তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, ২য় স্থানে রয়েছেন সালেহ আহম্মেদ, ৩য় স্থানে মোহাম্মদ মুশাররফ হোসাইন।
ক্রমান্বয়ে তালিকায় স্থান পাওয়া অন্যান্য শিক্ষকরা হলেন, মোহাম্মদ সায়েদ আলম, সায়েদ তাসনিম তৌওহিদ, শরিফুল আলম, দেলোয়ার হোসাইন, এম এ মামুন, কুতুব উদ্দিন, জুলফিকার মাহমুদ, মোহাম্মদ লোকমান হোসাইন, আতিকুল ইসলাম, নুরে আলম আব্দুল্লাহ, রাজিবুল আকন্দ, মোহাম্মদ আলী, জাহিদ হাসান, এ কে এম লুতফর রহমান, জয়ান্ত কুমার সাহা, আব্দুল বাকী, পরিমাল বালা এবং মো. বায়েজিদ আলী।
র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা নিউজবাংলাকে বলেন, ‘জবি থেকে ২১ শিক্ষক বিশ্বসেরা গবেষণার তালিকায় স্থান পাওয়ার বিষয়টি আমাদের জন্য গর্বের তবে এ তালিকায় স্থান পাওয়ার যোগ্য আরও অনেক শিক্ষকই আছেন।
‘যারা বিভিন্ন ধরনের গবেষণা করেছেন কিন্তু গবেষণাপত্র অনলাইনে আপলোড করেনি তাদের নাম আসেনি। আমরা আশাবাদী, আগামীতে এই সংখ্যা অনেক বাড়বে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক নিউজবাংলাকে বলেন, ‘এটি অত্যন্ত খুশির সংবাদ যে, বিশ্বসেরা গবেষণায় আমাদের এতগুলো শিক্ষক স্থান পেয়েছে। এরই মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি করেছি। আগামীতে গবেষণায় আরও ভালো ফল আসবে এবং মান আরও উন্নত হবে বলে আশা করছি।’
গবেষণায় সেরাদের র্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের মোট ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন বিজ্ঞানীর সংশ্লিষ্ট বিষয়ে চলতিসহ গত পাঁচ বছরের সাইটেশন আমলে নেয়া হয়।
এর মধ্যে রয়েছে এশিয়ার বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন। বাংলাদেশের ১ হাজার ৭৯১ বিজ্ঞানী এর অন্তর্ভুক্ত।