কক্সবাজারের উখিয়ায় পিকআপ ভ্যান থেকে গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মরিচ্যা এলাকায় তল্লাশি চালিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাগর চন্দ্র দাস, ফোরকান মিয়া ও সোহাগ মতি। তারা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।
আটক হওয়া চালানটি কুমিল্লা থেকে টেকনাফের দিকে যাচ্ছিল বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, সোমবার রাতে গাঁজার একটি বড় চালান কুমিল্লা থেকে কক্সবাজারে ঢুকবে বলে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়। এমন সংবাদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মরিচ্যা এলাকায় তল্লাশি চৌকি বসায় র্যাব।
এ সময় একটি পিকআপের তিনজনের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাঁজা পাচারের কথা স্বীকার করেন। পরে পিকআপে থাকা নীল রঙের ড্রামে লুকানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।