বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন বাড়ি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

  •    
  • ১২ অক্টোবর, ২০২১ ০৯:৪৭

আশরাফুলের বাবা ইউসুফ ফকির জানান, রাতে খাবার খেয়ে নিজেদের নির্মাণাধীন নতুন ঘর দেখতে যায় আশরাফুল। এ সময় ঘরের মধ্যে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে হাত পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ঘর দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সদর উপজেলার তিতুদহ গ্রামে সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ১৫ বছর বয়সী আশরাফুল হক একই গ্রামের ইউসুফ ফকিরের ছেলে।

আশরাফুলের বাবা ইউসুফ ফকির জানান, রাতে খাবার খেয়ে নিজেদের নির্মাণাধীন নতুন ঘর দেখতে যায় আশরাফুল। এ সময় ঘরের মধ্যে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে হাত পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গ্রাম্য এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক আহসানুল হক জানান, হাসপাতালে নেয়ার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর