এককরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে অপু ও শাকিল ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামান্না খানম মৃত ঘোষণা করেন।
বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই বন্ধু হলেন উত্তর দাদপুর চর গ্রামের মো. অপু ও মো. শাকিল।
এককরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম নিউজবাংলাকে জানান, সোমবার রাত ৮টার দিকে অপু ও শাকিল ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামান্না খানম মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।’