স্ট্র্যাটেজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ‘এসএফআইএল’ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় এসএফআইএল গ্রিন প্রোডাক্টস এবং রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের তহবিলের আওতায় অর্থায়ন করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত, এসএফআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক চৌধুরী লিয়াকত আলী, উপ-মহাব্যবস্থাপক অমিতাভ চক্রবর্তী, যুগ্ম পরিচালক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম পরিচালক তৌহিদুর রাশিদ, উপ-পরিচালক জুয়েল মজুমদার ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক তামিম মারযান হুদা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ব্রাঞ্চ ইনচার্জ) ইমরান পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট ফাইন্যান্স এন্ড এসএমই) ইমন আহমেদ খান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।