বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাছুরের ৭ পা

  •    
  • ১১ অক্টোবর, ২০২১ ২০:২৫

দাগনভূঞায় উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার তারেক মাহমুদ বলেন,‘এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে গরুর বাছুরটি একটু সুস্থ হলে অপারেশন এর মাধ্যমে অতিরিক্ত তিনটি পা সরিয়ে ফেলা যাবে। অপারেশন না করা হলেও তার মূল চারটি পায়ের কোন সমস্যা হবে না।’

ফেনীর দাগনভূঞায় ৭ পায়ের একটি গরুর বাছুরের জন্ম হয়েছে।

উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রূপধন মিয়ার একটি গাভি সে বাছুরটির জন্ম দেয়।

বাছুরের মালিক রূপধন মিয়া জানান, ১০ বছর ধরে তিনি গাভিটি পালন করছেন। এটি গাভির চতুর্থ বাছুর। জন্মের পর দেখতে পাওয়া যায় চারটি পা ছাড়াও পিঠের ওপরে আরও তিনটি পা ছিল।

বিষয়টি দেখে স্থানীয় উপজেলা পশু হাসপাতালের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অপারেশনের মাধ্যমে তিনটি পা অপসারণ করা যাবে বলে জানান।

রূপধন আরও জানান, জন্মের পর থেকে বাছুরটি দুধ পান করছে না। তবে আলাদাভাবে তাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুরুন্নবী বলেন, ‘৭ পায়ের বাছুরের জন্মের খবরে প্রতিদিন ওই বাড়িতে দর্শনার্থীরা ভিড় করছে।’

উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার তারেক মাহমুদ বলেন, ‘এমন বাছুরের জন্ম নেয়ার পর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মী বাছুরটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি আমাকে এ বিষয়ে অবহিত করেছেন।’

‘এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে গরুর বাছুরটি একটু সুস্থ হলে অপারেশন এর মাধ্যমে অতিরিক্ত তিনটি পা সরিয়ে ফেলা যাবে। অপারেশন না করা হলেও তার মূল চারটি পায়ের কোনো সমস্যা হবে না। অতিরিক্ত তিনটি পায় এক সময়ে অকেজো হয়ে যাবে।’

এ বিভাগের আরো খবর