বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালেবানে উচ্ছ্বসিত জাফরুল্লাহ

  •    
  • ১১ অক্টোবর, ২০২১ ২০:১৬

জাফরুল্লাহ বলেন, ‘পশ্চিমা বিশ্বের ইসলাম ফোবিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ভারত। মিথ্যাচারে তাল দেয়ায় ওস্তাদ তারা। পশ্চিমা মিডিয়ার ইসলাম ফোবিয়া আমাদের ভুল পথে চালিত করে।’

আফগানিস্তানের তালেবান ইস্যুতে পশ্চিমা দুনিয়ার মিথ্যাচারে ভারত যোগ দিয়েছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ‘রাজনীতি ও প্রশাসন বিভাগ’ কতৃক আয়োজিত ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালেবান’ শীর্ষক সেমিনারে সোমবার এ দাবি করেন জাফরুল্লাহ।

তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্বের ইসলাম ফোবিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ভারত। মিথ্যাচারে তাল দেয়ায় ওস্তাদ তারা। পশ্চিমা মিডিয়ার ইসলাম ফোবিয়া আমাদের ভুল পথে চালিত করে।

‘তালেবানরা কয় মাস হলো ক্ষমতায় এসেছে। অথচ পশ্চিমারা বলছিল, তালেবান এখন হাজার হাজার মানুষকে হত্যা করবে। কয় জনকে তারা হত্যা করেছে?’

তিনি বলেন, ‘আফগানিস্তানের সম্পদ আছে। তাদের কৃষির মূল সম্পদ আফিম। এই আফিমে অর্থায়ন করে আমেরিকা ও ভারত। একদিকে আফিম আছে বলে প্রচার চালায়, আবার লুকিয়ে সেই আফিমেই অর্থায়ন করে। আমি মনে করি, আমাদের উচিত তালেবানদের মেনে নিয়ে তাদের সমর্থন দেয়া। এতে আমাদের স্বার্থ আছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের ভালো স্বার্থ আছে।’

তিনি বলেন, ‘এ মুহূর্তে আফগানিস্তানে এক লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে। তবে তালেবানের বিজয়ের ফলে একটু সমস্যাও আছে। বড় সমস্যাটা হল ভারতে বিভক্তি হবে। আজকে কাশ্মীরের স্বাধীনতাকামীরা বুঝবে যুদ্ধ করে বিজয় অর্জন করা যায়। অর্থাৎ কাশ্মীরের মুক্তির আন্দোলনটা বেড়ে যেতে পারে।’

অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাহমান চৌধুরী। আলোচনায় আরো অংশ নেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি প্রফেসর দিলারা চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম।

এ বিভাগের আরো খবর