মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আরেক জেলেকে অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে উদ্ধার ১৫ কেজি ইলিশ বিতরণ করা হয়েছে স্থানীয় এক এতিমখানায়।
সোমবার বেলা আড়াইটার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।
কারাদণ্ড পাওয়া জেলেরা হলেন পাবনার তারাই উপজেলার আমিনপুরের আয়দার সরদার ও একই এলাকার জিলাল উদ্দিন।
বয়সের বিবেচনায় ৮৬ বছরের আব্দুস সাত্তার নামের আরেক জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয়ের পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেয়া হয়।
ইউএনও বলেন, ‘অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে।’
নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।