চট্টগ্রামের লোহাগড়ায় পুকুর থেকে জনি চন্দ্র দাশ নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুসাঙ্গের পাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জনি চন্দ্র দাশের বয়স ১৮ বছর। একই এলাকার সুনীল চন্দ্র দাশের ছেলে জনি স্থানীয় মনুফকির বাজারে ধোপার কাজ করতেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন নিউজবাংলাকে বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে একটি ফোনকল পেয়ে দোকান থেকে বেরিয়ে যায় জনি। পরে ফোন বন্ধ পেলেও বন্ধুদের সঙ্গে কোথাও গিয়েছে ভেবে পরিবারের কেউ আর খোঁজ করেনি।’
ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি।