নাটোরে শিকারিদের হাত থেকে উদ্ধার শতাধিক পাখি অবমুক্ত করা হয়েছে। পাখি শিকারের অভিযোগে তিনজনকে দিতে হয়েছে জরিমানা।
সিংড়া উপজেলার বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া থেকে সোমবার ভোর পাঁচটার দিকে পাখিগুলো উদ্ধার করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, চলনবিলে ফাঁদ পেতে শিকারিরা পাখি ধরছে এমন খবর পেয়ে পরিবেশকর্মীরা গিয়ে তিনজনকে আটক করেন।
আটক তিনজন হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পলাশী গ্রামের শাহাদৎ হোসেন ও মাহাতাব প্রামাণিক এবং দিঘরিয়া গ্রামের নাজমুল ইসলাম।
তাদের ফাঁদ থেকে উদ্ধার করা হয় বক, শালিক, সারসসহ বিভিন্ন প্রজাতির ১০১টি পাখি।
আটক তিনজনকে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নেয়া হয়।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলনবিল গেট এলাকার পাখি কলোনিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।