বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাহবুব তালুকদার মানসিক রোগী: কাদের

  •    
  • ১১ অক্টোবর, ২০২১ ১৬:৩৬

ওবায়দুল কাদের বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় ইসি (নির্বাচন কমিশন) নয়, তিনি নিজেই কঠিন ও জটিল মানসিক রোগে আক্রান্ত। মাহবুব তালুকদার নিজেই বর্তমান ইসির মূল সমস্যা।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই জটিল মানসিক রোগে আক্রান্ত। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনস্থ ইউনিটগুলোর সম্মেলন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কনভেনশন সেন্টারে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে এই ইউনিট সম্মেলন শুরু হয়।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় ইসি (নির্বাচন কমিশন) নয়, তিনি নিজেই কঠিন ও জটিল মানসিক রোগে আক্রান্ত। মাহবুব তালুকদার নিজেই বর্তমান ইসির মূল সমস্যা।’

আওয়ামী লীগের চেয়ে বিএনপি ৬ ঘণ্টা পিছিয়ে

বিএনপি প্রতিদিন ৬ ঘণ্টা আওয়ামী লীগের চেয়ে পিছিয়ে থাকে। এমনটি জানিয়েছেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এমন মন্তব্যে করেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন। অবশ্য বিএনপি আমাদের চেয়ে ৬ ঘণ্টা পিছিয়ে থাকে। কারণ আমাদের নেত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আর দুপুর ১২টার আগে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যায় না।’

তারা বিবৃতি সন্ধ্যার সময় দেয় না। গভীর রাতে দেয়। এরা অন্ধকারের পার্টি। অন্ধকারে কাজ করতে এদের ভালো লাগে।’

মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কনভেনশন সেন্টারে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির ঘরে বিচ্ছেদের সানাই

বিএনপির ঘরে এবং জোটে বিভক্তি দেখা দিয়েছে বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। ‘বিএনপির নিজের ঘরেই এখন বিচ্ছেদের সানাই বাজছে। একে একে নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন। বিএনপির ২০ দলীয় জোটেও ভাঙনের বিষাদ সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি, সম্মেলন না করে কেন্দ্রীয় সম্মেলন করবে ঘরে বসে কমিটি করে। তাদের ঘরেই গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র কীভাবে আনবে?

বিএনপির সমালোচনার জবাব আওয়ামী লীগ কাজের মাধ্যমে দেবে বলে জানান তিনি। বলেন, বিএনপি যতই সমালোচনা করুক আপনারা (দলীয় নেতা-কর্মী) কাজ করে যান। আজকে যারা আমাদের সমালোচনা করছেন, তাদের অপপ্রচারের জবাব দেন আমাদের উন্নয়ন দিয়ে। মানুষকে খুশি করে আমরা তার জবাব দেব। আগামী বছর আওয়ামী লীগ সরকারের নেয়া উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, বাস র‍্যাপিড ট্রানজিটের মতো মেগা প্রকল্প যখন একে একে উদ্বোধন হবে, তখন জনগণই বিএনপির সমালোচনার মুখ বন্ধ করে দেবে।

বিতর্কিতরা তৃণমূলে দলের নেতৃত্বে আসতে পারবে না

দাগী সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ ও বিতর্কিত ব্যক্তিরা যাতে তৃণমূলে দলের নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে আওয়ামী লীগের দায়িত্বশীলদের সতর্ক করেন ওবায়দুল কাদের। বলেন, ‘নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। তারা বসন্তের কোকিল। দলের দুঃসময়ে তাদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।’

তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে নতুন ইতিহাসের সৃষ্টি হতে যাচ্ছে। সে জন্য আমি পার্টির সাধারণ সম্পাদক হয়েও ইউনিট সম্মেলনে হাজির হয়েছি। এ থেকেই প্রমাণ হয় আমরা আমাদের পার্টির তৃণমূলকে কত গুরুত্ব দিই। পার্টির সাংগঠনিক প্রক্রিয়াকে কতটা গুরুত্ব দিই। আমরা কেন্দ্র থেকে এবার দলের সর্বনিম্ন স্তরে সম্মেলন করতে এসেছি। এখান থেকেই বুঝবেন দলীয় প্রধান শেখ হাসিনা আপনাদের তৃণমূলকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন।’

এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ সভাপতি সাদেক খান উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সলিমউল্লাহ সলু। সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এ বিভাগের আরো খবর