বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্গাপূজাকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: র‌্যাব

  •    
  • ১১ অক্টোবর, ২০২১ ১৫:৪০

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি আছে কি না তা জানার জন্য গত ৫ অক্টোবর থেকে সারা দেশে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ছিল। সেই সঙ্গে সাইবার মনিটরও করা হয়েছে। তবে কোনো ধরনের আশঙ্কার তথ্য র‌্যাব পায়নি। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা জঙ্গি তৎপরতার খবর পাওয়া যায়নি।’

শারদীয় দুর্গোৎসবের মধ্যে কোনো ধরনের জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা নেই জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি আছে কি না তা জানার জন্য গত ৫ অক্টোবর থেকে সারা দেশে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ছিল। সেই সঙ্গে সাইবার মনিটর করা হয়েছে। তবে কোনো ধরনের আশঙ্কার তথ্য র‌্যাব পায়নি। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা জঙ্গি তৎপরতার খবর পাওয়া যায়নি।

‘তবুও হিন্দু সম্প্রদায়ের বড় এই উৎসব পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে জন্য পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের সব পূজামণ্ডপ এলাকায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

যেকোনো হামলা নাশকতা মোকাবিলায় দেশব্যাপী র‌্যাবের রিজার্ভ ফোর্স প্রস্তুত আছে উল্লেখ করে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ সময় র‌্যাব ডগ স্কোয়াডে সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে।’

এ ছাড়া র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাবের স্পেশাল ফোর্সের টিম এবং র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বলে জানান বাহিনীটির মহাপরিচালক।

যেকোনো ধরনের অভিযোগ জানাতে ০১৭৭৭৭২০০২৯ হটলাইনে ফোন করতে সবার প্রতি আহ্বান জানান আব্দুল্লাহ আল মামুন।

এ বিভাগের আরো খবর